কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়

পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়তদের মনি ফিসে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে গত সোমবার ৮ সেপ্টেম্বর কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছটি ধরা পরে।

মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মুসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবেন।

জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ দুপুরে আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।

কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মুসা বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাবো।

- বিজ্ঞাপন -

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button