কারাগারে বিয়ে হলো মামলার বাদী-বিবাদীর

সিলেট কারাগারে বিয়ে হলো মামলার বাদী-বিবাদীর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

- বিজ্ঞাপন -

প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে আত্মগোপনে চলে যান। পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। অবশেষে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়।

সম্প্রতি আদালত তরুণী আলফাতুন নেছাকে বিয়ের নির্দেশ দিলে বৃহস্পতিবার কাজী ডেকে দুই পরিবারের সম্মতিতে কারাগারেই বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার বিষয়টি জানাজানি হলে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, ভাদেশ্বরের কলাশহরের মৃত আব্দুল করিমের ছেলে শিমুল আহমেদ। তার সঙ্গে গড়ে ওঠে তরুণীর প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখান শিমুল। এরপর থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা। তাদের ঘনিষ্ঠতায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। বিষয়টি শোনার পর পালিয়ে যান শিমুল। এ ঘটনায় ২০২২ সালের ৭ মার্চ শাহপরান থানায় মামলা করেন তরুণী। ওই মামলায় গত বছরের ১৯ এপ্রিল শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই হাজতবাস করছেন তিনি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন বলেন, বিবাহ সম্পর্কিত একটি আদেশ আমাদের দপ্তরে আসে। এরপর আমরা আদালতের সেই নির্দেশ পালন করি। উভয়পক্ষের লোকজন ও আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে দেয়া হয়। উভয়পক্ষের স্বজনদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে শিমুল আর আলফাতুন নেছার।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button