কাঠ মিস্ত্রি স্বপনের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পটুয়াখালীর বাউফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছেন কাঠ মিস্ত্রি স্বপন হাওলাদার (৩৫)। তিনি ২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছেন। অর্থের অভাবে দীর্ঘদিন অন্যের দোকানে কাজ করলেও অবশেষে ফাউন্ডেশনের উদ্যোগে এক লাখ টাকা সহায়তা পান। পাশাপাশি পরবর্তীতে তার কাজে প্রয়োজনীয় মেশিন কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাউফল পৌর শহরের গোলাবাড়ি সেতুর কাছে স্বপনের দোকান উদ্বোধন করা হয়।
স্বপন হাওলাদার বলেন, ২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছি। কিন্তু নিজের দোকান দেওয়ার মতো টাকা-পয়সা ছিল না বলে অন্যের দোকানে কাজ করতে হতো। আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় আমার স্বপ্ন পূরণ হলো। আমি চেষ্টা করবো পরিশ্রম করে দোকানটা বড় করার এবং পরিবারকে স্বাবলম্বী করার। পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও চেষ্টা করবো।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, স্বপনের মতো পরিশ্রমী মানুষরা যদি একটু সহযোগিতা পান তাহলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাউফল প্রতিনিধি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হলো দক্ষতাভিত্তিক যুবকদের স্বাবলম্বী করে তোলা। স্বপন হাওলাদারকে যে সহায়তা দেওয়া হয়েছে, এটা আমাদের প্রকল্পের একটি অংশ মাত্র। ভবিষ্যতে আরও অনেক তরুণকে আমরা সহায়তা করবো, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আপনার মন্তব্য লিখুন