কলাপাড়ার ধুলাসারে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি হলো ১০ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। শনিবার সকালে স্থানীয় জেলে হাসিব সাগরে মাছ ধরতে গিয়ে এই বিশাল পাঙ্গাস মাছটি জালে তোলে আনেন।

- বিজ্ঞাপন -

মাছটির ওজন প্রায় ১৫ কেজি। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে চর ধুলাসার মৎস্য আড়তে ভিড় জমে স্থানীয়দের। অনেকেই মাছটি এক নজর দেখতে ছুটে আসেন। পরে সেটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, সাধারণত পাঙ্গাস মাছ এত বড় হয় না। বঙ্গোপসাগরে ধরা পড়া এই ধরনের বড় আকৃতির মাছ খুবই বিরল। মাছটি উচ্চমানের হওয়ায় বাজারে ভালো মূল্য পেয়েছে।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য আহরণে ধুলাসার এলাকার জেলেরা দীর্ঘদিন ধরে সক্রিয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গভীর সাগরে পাড়ি জমায় মাছ ধরার আশায়। এমন একটি বড় মাছ তাদের জন্য আশাব্যঞ্জক একটি দৃষ্টান্ত।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button