কলাপাড়ায় ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ ২ কারবারি আটক

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিক্রির সময় হাতেনাতে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ ২ কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিনার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার লালুয়া ইউপির বানাতী বাজার থেকে কারবারি আল- আমিন ও আলাউদ্দিনকে আটক করা হয়।
এসময় ওই বাজারে আলাউদ্দিনের অটোরিকশার গ্যারেজের মধ্যে রাখা বাজার ব্যাগে পলিথিন মোড়ানো ১ কেজি, এবং আল- আমিনের কোমরে লুঙ্গিতে লুকিয়ে রাখা ১শ গ্রাম গাঁজা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটক আল- আমিন বানাতী বাজার এলাকার আইউব আলী খানের ছেলে। এছাড়া আলাউদ্দিন সরদার বালীয়াতলী ইউপির লেমুপাড়া গ্রামের ছত্তার সরদারের পুত্র।

- বিজ্ঞাপন -

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়।

এসময় দুই কারবারি আল-আমিন ও আলাউদ্দিন সেখানে মাদক বিক্রি করছিল। পরে তাদের কাছ থেকে ১কেজি ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরা চিহ্নিত মাদক কারবারি।

এবিষয়ে একটি মাদক মামলা দায়ের শেষে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button