কলাপাড়ায় শিয়াল জবাই করে ফেসবুকে পোস্ট, ৩ হাজার টাকা জরিমানা।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি সংরক্ষিত বন্যপ্রাণী—পাতি শিয়াল জবাই করার অপরাধে মো. জহিরুল (৩৫) নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জুন) সন্ধ্যায় মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

- বিজ্ঞাপন -

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শিয়ালটি জবাই করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। পরে তদন্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬, ১০ ও ১২ ধারার লঙ্ঘনের প্রমাণ পায় প্রশাসন। এ আইনের ৩৯ ধারার আওতায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “শিয়াল বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১ নম্বর তফসিলভুক্ত একটি সংরক্ষিত প্রাণী। এই জাতীয় প্রাণী শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর আইনত নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অনেকেই এ ঘটনায় প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button