For Advertisement

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাখাইন জেলের মৃত্যু

১৬ মে ২০২৫, ১২:৫৬:৫৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে মংএ চান (৫০) নামের এক রাখাইন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মংএ চান ওই গ্রামের মৃত অংজু মং-এর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল আনুমানিক তিনটার দিকে মুসলিম পাড়া মহল্লার মসজিদসংলগ্ন একটি খালে মাছ ধরতে যান মংএ চান। সেখানে হঠাৎ তিনি স্ট্রোক করলে পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে অন্যরা ছুটে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে তীরে তোলা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।

খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু, তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

মংএ চানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: