কলাপাড়ায় জেলে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব

পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত আলীপুর মৎস্য আড়তের জেলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার মালিক মন্টু ফরাজীর নেতৃত্বে জেলে হেলালকে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৬ এর যৌথ অভিযানে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর থানার কলাবাড়িয়া গ্রাম থেকে পলাতক আসামী মোঃ শুকুর (৫২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন