কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি

আজ শনিবার (১০ই মে) সকালে ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -

সতর্ক বার্তায় জানানো হয়েছে, বগুড়া,পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর,  ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, নাটোর, বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী, এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button