কক্সবাজারের কৃষক হত্যা মামলার প্রধান আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার

কক্সবাজারের বহুল আলোচিত কৃষক হত্যা মামলার প্রধান পলাতক আসামি আব্দুল করিম (৩৫)–কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ দমনে র্যাবের নিরলস অভিযান ইতোমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে পটুয়াখালী সদরে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি কক্সবাজার জেলার ছনখোলা উত্তর নয়াপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে।
নিহত ব্যক্তি পেশায় ছিলেন কৃষক। গত ৩০ নভেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৩টার দিকে ধানক্ষেতে ছাগল ঢুকে ফসল নষ্ট করা নিয়ে পূর্বের বিরোধের জেরে অভিযুক্তরা একত্রে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে কৃষককে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া আব্দুল করিমের বিরুদ্ধে পূর্বেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন