এবার পটুয়াখালীতে বাবুই পাখির বাসা এবং ডিম ধ্বংস।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উত্তর আমখোলা গ্রামে এবার নস্ট করা হয়েছে আনুমানিক ৩০ এর অধিক বাবুই পাখির বাসা এবং ২০ এর অধিক ডিম।
জানা যায় উত্তর আমখোলার এক ব্যক্তির ধানক্ষেতের পাশে থাকা তালগাছে বহু কস্টে তিলে তিলে গড়া বাবুই পাখির বাসায় ডিম থাকা অবস্থায় বাশ দিয়ে পিটিয়ে বাসাগুলো ভেঙ্গে ডিম সহ নিয়ে গেছে ধানক্ষেতের মালিক সিদ্দিক মোল্লা নামে এক ব্যক্তি। এ নিয়ে এলাকার মানুষ তার প্রতি ক্ষোভ ও জানিয়েছেন বিচারের দাবি।
দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখির বংশবৃদ্ধি দিন দিন কমে যাচ্ছে, আগে যেভাবে বাবুই পাখি সচারাচর দেখা যেতো সেটা এখন আর অইভাবে দেখা যায়না এসব প্রতিকূল পরিবেশেও যারা অনেক কস্ট করে টিকে আছে তাদের প্রতি এই অমানবিক আচরণ অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা।
আমরা Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন সুষ্ঠু অতি দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন