এবারে বাউফলে দুই ভাইয়ের মারামারি; তুচ্ছ ঘটনায় সংঘর্ষ:: আহত-২

পটুয়াখালীর বাউফলে নারকেল ভাগাভাগিই হয়ে দাড়ালো কাল। নারকেল ভাগাভাগিকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ইমাম হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমুন নাহার (২৭) আহত হয়েছেন।

- বিজ্ঞাপন -

ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে বাউফল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৮আগস্ট) রাত সোয়া আটটার দিকে বাউফল পৌরসভার চার নং ওয়ার্ড মাঝের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ইমাম হোসেনের অভিযোগ, নারিকেলসহ সকল ফল-ফলাদী নিয়ে যায় বড় ভাই। তাকে মাঝেমধ্যে সামান্য দেয়। গতকাল ইমাম নিজে ২০ টা নারিকেল পেরে নেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাইফুল ইসলাম (৪০) লোকজন নিয়ে তাদের ওপরে আক্রমণ করেন।

তবে এসময় ঘটনাস্থলে পৌঁছে সাইফুল’সহ অন্যদের সন্ধান পায়নি পুলিশ। তার মুঠোফোন সংযোগও বন্ধ পাওয়া যায়।

লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

- বিজ্ঞাপন -

 

 

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button