এনসিপি পটুয়াখালী সদর উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ কর্মী ও সুধীজনের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব তামিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জনাব বশির আহমেদ, ডা. সাইমুম ইসলাম এবং এনসিপির সিনিয়র সদস্য মোঃ রবিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ, সদস্য সচিব রেফায়েত কবির খান, এবং জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সালমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হাফেজ ইলিয়াস সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তামিম আহমেদ বলেন,
“পেশিশক্তি ও অর্থনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণভিত্তিক রাজনীতি আমরা পটুয়াখালীতে প্রতিষ্ঠিত করবো।”
বক্তারা জানান, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বাড়বে। উঠান বৈঠকে সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কার্যালয়কে কেন্দ্র করে এনসিপি পটুয়াখালী সদর উপজেলায় আরও শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।




আপনার মন্তব্য লিখুন