এখন গাজার পথে আছে মাত্র ৪টি নৌযান, জানাল ফ্লোটিলা ট্র্যাকার

গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪ টি নৌযানের মধ্যে মাত্র চারটি নৌযান গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। বাকি নৌযানগুলো ইসরাইল আটক করেছে বলে জানিয়েছে ফ্লোটিলা ট্র্যাকার।
এতে বলা হয়, মাত্র চারটি নৌযান এখনও গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। বাকি ৪০ টি নৌযান ইসরাইলের হাতে আটক হয়েছে।
যে জাহাজগুলো গাজা অভিমুখে যাচ্ছে সেগুলো হলো সামারটাইম-জং এবং শিরিন। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশকারী প্রথম নৌকা মাইকেনো এবং ম্যারিনেটও এখনও যাত্রা করছে।
জানা গেছে, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার।
পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটকদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও।
এদিকে, বৃহস্পতিবার আয়োজকরা জানিয়েছেন, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরে থাকা মোট ২২৩ জন আন্তর্জাতিক কর্মীকে ইসরাইলি বাহিনী আটক করেছে।
আপনার মন্তব্য লিখুন