এক ইলিশ বিক্রি হলো প্রায় ৬ হাজার টাকায়
আবুল হোসেন রাজু

কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে সুনু মাঝির জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সমুদ্রে জাল তুলতে গিয়ে মাছটি পান তিনি। পরে কুয়াকাটা মেয়র বাজারে এনে রাসেল ফিশের মাধ্যমে নিলামে তোলা হলে নাসির উদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন।
জানা গেছে, নিলামে প্রতি মণ ইলিশের দাম উঠেছে ১ লাখ ২৫ হাজার টাকা। মাছটির ওজন ও দামের ভিত্তিতে নির্ধারিত হয় ৫ হাজার ৬২৫ টাকা। মাছটি বিক্রির জন্য রেখেছেন ক্রেতা নাসির উদ্দিন। তিনি বলেন, “বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুটা দিয়ে মাছটি শিকার করে বাজারে আনা হয়েছে। বড় সাইজের ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। লাভের আশায় কিনেছি, সুযোগ পেলেই বিক্রি করব।”
জেলে সুনু মাঝি জানান, “আজকে ট্রলারে শুধু একটি বড় ইলিশই পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে এই মাছের জন্য ভালো দাম পেয়েছি, আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, আশা করি সামনের দিনে সরবরাহ আরও বাড়বে এবং দামও কমে আসবে।
আপনার মন্তব্য লিখুন