উপদেষ্টা মাহফুজের ১/১১ এর শঙ্কা!

দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে শঙ্কার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে ওই পোস্ট দেন।

- বিজ্ঞাপন -
যদিও পোস্ট দেয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
 
এদিকে মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্নজন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন। রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছে।
 
বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন- এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জেরে ২০০৭ সালের ১১ জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ‘ওয়ান ইলেভেন’ হিসেবে পরিচিতি পেয়েছে। সে সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ। 

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button