উপকূলের জেলেদের লাইফ জ্যাকেট দিলেন ড. শফিকুল

রোববার (৮ জুন) সকাল ১০টায় উপকূলীয় অঞ্চল নিমদী লঞ্চঘাটে জেলেদের মাঝে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের জেলে ভাইয়েরা ঝড়-তুফানের সাথে মোকাবেলা করে নদীতে মাছ শিকার করেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তা প্রয়োজন। সেইদিক বিবেচনা করে আমরা জেলে ভাইদের নিরাপত্তার কথা চিন্তা করে শতাধিক জেলে ভাইদের লাইফ জ্যাকেট উপহার করেছি।
তিনি আরো বলেন, আমি বাউফলের জেলেদের কষ্ট করে ধরা মাছ নিয়েও চাঁদাবাজির খবর পেয়েছি। বাউফলের তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে একটি গোষ্ঠী। আমাদের বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাউফলে এসব থাকবে না। আগামীর বাউফল হবে একটি আদর্শিক বাউফল।
বাউফলের সকল শ্রেণি পেশার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.রেদোয়ান উল্লাহর সভাপতিত্বে আর সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ। অনুষ্ঠানে কয়েকশত স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।




আপনার মন্তব্য লিখুন