ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজে সোমবার ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেছে পটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নে ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক,কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
মঙ্গলবার বেলা ১২টায় ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনে এবং সুপার মাওলানা মোঃ নূরুল আমিন এর সভাপতিত্বে এই দোয়া ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠঅনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোখলেছুর রহমান,মোঃ ইসাহাক মাহমুদ,দাখিল দশম শ্রেনির ছাত্র মোঃ জিহাদুল ইসলাম,নবম দাখিল আঃ রহিম, ঈশান পাঠান,মরিয়ম আক্তার, দাখিল অষ্টম মোঃ শাহিন প্রমুখ।
ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজে সোমবার ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন প্রতিষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠঅনে শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button