বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

For Advertisement

ইসরায়েলের উদ্দেশে ছোড়া হুথিদের মিসাইল গিয়ে পড়লো সৌদি

১০ এপ্রিল, ২০২৫ ১২:১৩:৪৬

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সেটি মাঝপথেই সৌদি আরবে ভূপাতিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করলেও তা ইসরায়েলের জন্য হুমকি না হওয়ায় কোনো সাইরেন বাজানো হয়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বরাতে টাইমস অব ইসরাইলে জানিয়েছে, ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথিরা ইসরায়েলের দিকে ১৮টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুইটি ড্রোন হামলা চালায়।

তবে এই হামলার মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সতর্কতা সাইরেন বাজাতে সক্ষম হয়। বাকিগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, বেশিরভাগই ইসরায়েলের সীমানায় পৌঁছাতে পারেনি।

অন্যদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা-কান আনাদুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছিল। গতকাল বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে পড়ে।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD