ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা নেই, আপিল করবে না ইসি

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে যে বাধা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, তা কেটে গেল। কারণ স্থানীয় সরকারের চিঠির জবাবে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

- বিজ্ঞাপন -

সোমবার সকালে সিইসির সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বস্ত সূত্র আমার দেশকে এতথ্য নিশ্চিত করেন।

এ বিষেয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা গেজেট জারি করেছিলাম আদালতে নির্দেশনার প্রতি সম্মান প্রদান করে। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালেয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এখন স্থানীয় সরকার শপথ পাঠ করার বিষয়ে কি সিদ্ধান্ত নিবেন সেটা তাদের বিষয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button