ইউপি চেয়ারম্যান নজরুল গাজীকে গণধোলাই

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
রবিবার (১৫ জুন) দুপুরে পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান নজরুল গাজী এলাকার অগনিত মানুষের কাছ থেকে সরকারি টিউবওয়েল, সরকারি ঘড় সহ নানাবিধ সরকারি সুযোগ সুবিধা দেয়ার কথা বলে ইতিপূর্বে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। গত বছর আওয়ামী লীগের ভূমিধ্বস পতনের পরে গা ঢাকা দিয়ে ছিলেন নজরুল। আজ দীর্ঘদিন পর হঠাৎ করে নজরুল গাজীকে দেখে টাকা দিয়েও সরকারি সুবিধা না পাওয়া জনসাধারণ উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে উত্তেজিত জনতা নজরুল গাজীকে গণধোলাই দেন।
এবিষয়ে নজরুল গাজীর মতামত জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
আপনার মন্তব্য লিখুন