আসিফদের বলতে মন চাচ্ছে— “তোমরা শেখ হাসিনাকে আবার দেশে এনে লীগের হাতে এদের ছেড়ে দাও”

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দ্বারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ছবিতে জুতাপেটা করার ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ।

- বিজ্ঞাপন -

সোমবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যেই পাতে খায় সেই পাতে… আসিফদের বলতে মন চাচ্ছে— “তোমরা শেখ হাসিনাকে আবার দেশে এনে লীগের হাতে এদের ছেড়ে দাও।” এরা নির্লজ্জ ও নেমকহারাম। গুলির সামনে দাঁড়িয়ে এই অকৃতজ্ঞদেরই মুক্ত করেছিল দেশের মানুষ, নেতৃত্বে ছিলে তোমরা। তারা মুক্তি পেয়ে রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ নোংড়ামিটাই প্রকাশ করে ফেললো। হাসিনা ফ্যাসিস্টই এদের জন্য দিকাছে। এরা শোধরাবার নয়…’

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকে বিষয়টিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও বেআদবি হিসেবে আখ্যায়িত করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button