আলীয়া মাদরাসায় পূজার ছুটি কার্যকর না করার আহ্বান

আলীয়া মাদরাসায় পূজার ছুটিসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সকল ছুটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

- বিজ্ঞাপন -

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ছুটি মাদরাসা শিক্ষার জন্য অপ্রয়োজনীয়, কারণ আলীয়া মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই।

যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন, তবে তিনি ব্যক্তিগতভাবে ছুটি ভোগ করতে পারেন, কিন্তু সকল শিক্ষার্থীর উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ইসলামী শরীয়তের পরিপন্থী।

শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্য বলেন, আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোন অসম্মান না করে বলতে চাই, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং ছুটি ভোগ করবে এটাই স্বাভাবিক।

- বিজ্ঞাপন -

এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু মাদরাসা শিক্ষা ব্যবস্থায় যেহেতু কোন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, সেহেতু এই সংক্রান্ত ছুটি মাদরাসার জন্য অমূলক। যদি কোন আলীয়া মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকে তবে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেন, এতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আলীয়া মাদরাসার সকল শিক্ষার্থীর উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরিয়ত বিরোধী। বাংলাদেশের এমন অনেক স্বনামধন্য আলীয়া মাদরাসা রয়েছে যেখানে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীও নেই।

মানববন্ধনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, আল-ফারুক ক্যাডেট মাদরাসা। এমতাবস্থায় আলীয়া মাদরাসায় অন্য ধর্মাবলম্বীদের ছুটি বাতিলের দাবি জানায়। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর একটি স্মারক লিপি জমা দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button