For Advertisement
‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দুর্নীতি প্রতিরোধ কমিটি বাউফল উপজেলার সভাপতি ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে ভরার হুমকি দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
আজ সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের রুমে ইউএনও এ হুমকি দেন।
এ সময় ইউএনও বলেন, ‘আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি।’
ওই কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি জানান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউএনওকে আমন্ত্রণ জানানোর জন্য গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে প্রথম যাওয়া হয়। কিন্তু তিনি অফিসে ছিলেন না। এরপর শনি ও রোববার একইভাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিরোধ কমিটির লোকজন তাঁর কার্যালয়ে গেলে তখনো তাঁকে পাওয়া যায়নি। ওই তিন দিনই কমিটির সভাপতি তাঁকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। সবশেষ গতকাল সন্ধ্যার পর তাঁকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম তাঁকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানস্থলে আসেন।
আজ দুপুর ১২টার দিকে বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বে অংশ নিতে ওই বিদ্যালয়ে আসেন ইউএনও। এ সময় তাঁকে দাওয়াত না দেওয়ার কৈফিয়ত তলব করলে প্রতিরোধ কমিটির সভাপতি তাঁকে বলেন, ‘একাধিকবার আপনার অফিসে গিয়েও পাইনি। এমনকি আপনাকে ফোন করেছি, আপনি রিসিভ করেননি।’ এ কথা শুনে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক এমরান হাসান সোহেল বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইউএনও এ রকম আচরণ শুধু আমার সঙ্গেই নয়, সাধারণ মানুষের সঙ্গেও করা সমীচীন নয়।’
এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘শিক্ষার্থীরা অবজেকশন দিয়েছে, প্রোগ্রামটি একটি নির্দিষ্ট স্কুলে করা হয়েছে। এটি উপজেলা পরিষদেও করা যেত। এ ছাড়া আমি যত দূর জানি, এসব কমিটি আওয়ামী লীগের আমলের। এর বৈধতা নেই।’
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Latest
For Advertisement
Developed by RL IT BD
Comments: