আফগানিস্তানে আবারও ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ২,২০০

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনের মধ্যে এটিই তৃতীয় ভূমিকম্প। এদিকে, রোববারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।
স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে (জিএমটি ১৫:৩৬) আঘাত হানা ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশের মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে আসে। বৃহস্পতিবার রাতের ভূমিকম্পে হতাহতের সরকারি সংখ্যা এখনো নিশ্চিত না হলেও, কুনার প্রাদেশিক হাসপাতালে অন্তত ১৭ জন আহতকে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দিনের বেলায় তালেবান সরকার জানায়, রোববারের ৬.০ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ৩,৬০০ জন।
সরকার বলছে, দুর্গম পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মঙ্গলবার আঘাত হানা আরও একটি ৫.৫ মাত্রার ভূমিকম্প সাময়িকভাবে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়। ভূমিধসের কারণে অনেক গ্রামে যাওয়ার পথ কেটে যাওয়ায় উদ্ধার কাজ মূলত হেলিকপ্টারের মাধ্যমে চালানো হচ্ছে। এরই মধ্যে পরাঘাত (আফটারশক) অব্যাহত রয়েছে।
তালেবান সরকারের উপ-প্রবক্তা হামদুল্লাহ ফিত্রাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, “উদ্ধার তৎপরতা এখনো চলছে। বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।”
আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। জাতিসংঘ জরুরি তহবিল থেকে সহায়তা দিয়েছে এবং যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড (১.৩ মিলিয়ন ডলার) সহায়তার অঙ্গীকার করেছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প ঘটে। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি বেশি।
২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার একাধিক ভূমিকম্পে ১,৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়। এর আগের বছর পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১,০০০ মানুষ নিহত এবং আরও ৩,০০০ জন আহত হয়েছিলেন।
আপনার মন্তব্য লিখুন