For Advertisement
আন্তর্জাতিক উলামাদের ফতোয়া: প্রত্যেক সক্ষম মুসলিমের উপর ফিলিস্তিনে জিহাদ ফরজ

মার্কিন মদদে গাজ্জায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ফরজ হওয়ার ফতোয়া জারি করেছে আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের সংগঠন আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়ন।
শুক্রবার (৪ এপ্রিল) ইউনিয়ন মহাসচিব শায়েখ ড. আলি আল কারাহদাগীর ফেসবুক একাউন্টে এবিষয়ে একটি পোস্ট করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের ইজতিহাদ ও ফতোয়া কমিটি গাজায় চলমান আগ্রাসন ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে একটি ফতোয়া জারি করেছে। এতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:
১. প্রত্যেক সক্ষম মুসলিমের উপর ফিলিস্তিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ।
২. আরব ও মুসলিম মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অবিলম্বে সামরিক হস্তক্ষেপ করা ফরজ।
৩. দখলদার ইহুদি রাষ্ট্রকে স্থল, সমুদ্র ও আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ। সবধরণের জলপথ, প্রণালী এবং আরব-মুসলিম বিশ্বের দেশগুলোর আকাশসীমাও এই হুকুমের অন্তর্ভুক্ত।
৪. জিহাদরত প্রতিরোধ আন্দোলন (হামাস সহ সকল স্বাধীনতাকামী সশস্ত্র দল) কে আর্থিক, সামরিক, রাজনৈতিক ও মানবিক সহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ।
৫. উম্মাহর সুরক্ষা ও আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামি সামরিক জোট গঠন করা ওয়াজিব। এটি এমন ওয়াজিব যা অবিলম্বে পালনীয়।
৬. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন (স্বীকৃতি ও সহযোগিতা) সম্পূর্ণরূপে হারাম।
৭. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রকে পেট্রোল ও গ্যাস সরবরাহ করাও সম্পূর্ণরূপে হারাম।
৮. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে আরব দেশগুলোর করা শান্তি চুক্তি সমূহ পুনরায় পর্যালোচনা করা জরুরী।
৯. গাজ্জায় আমাদের মুসলিম ভাইদের সহায়তায় আর্থিক জিহাদ করা এবং দ্রুত এর (গাজ্জার) সীমান্ত খুলে দেওয়া ফরজ।
১০. আমেরিকার মুসলিমদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেনো ট্রাম্প ও তার সরকারের উপর চাপ সৃষ্টি করে। যেনো তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আগ্রাসন বন্ধ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের তথ্যমতে, ইউনিয়নের ইজতিহাদ ও ফতোয়া কমিটির ১৫ জন বিশেষজ্ঞ ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের বাস্তবতা এবং শরীয়াহর নিরিখে এই ফতোয়া জারি করেন।
তারা হলেন – ১.শায়েখ মুহাম্মদ হাসান আদ-দিদো ২. শায়েখ আব্দুল হাই ইউসুফ ৩. শায়েখ ইবরাহীম আবু মুহাম্মদ ৪. শায়েখ খালেদ হানাফি ৫. শায়েখ আহমদ কাফি ৬. ড. ফরিদা সাদিক জাউজ ৭. শায়েখ মুহাম্মদ গুরমাজ। (মেহমেত গরমেজ) ৮. শায়েখ মুস্তফা দাদিশ ৯. শায়েখ সালেম আশ-শায়খী ১০. শায়েখ মাসউদ সাবরী ১১. শায়েখ ওয়ানিস আল-মুবারক ১২. শায়েখ উ’জাইল আন-নাশমী ১৩. শায়েখ নুরুদ্দিন আল-খাদেমী ১৪. শায়েখ শায়েখ আহমদ হুয়াই ১৫. শায়েখ সুলতান আল-হাশেমী।
এছাড়া ফতোয়া কমিটির প্রধান শায়েখ ড. আলি আল কারাহদাগী ও সম্পাদক এডভোকেট ফজল আব্দুল্লাহ মুরাদ এই ফতোয়া প্রস্তুত ও চূড়ান্তকরণে অংশগ্রহণ করেন।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Latest
For Advertisement
Developed by RL IT BD
Comments: