আত্মকর্মী থেকে উদ্যোক্তা সৃষ্টি; যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

প্রযুক্তি নির্ভর যুব শক্তি গড়ে তোলা ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতির লক্ষ্য সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে “আত্মকর্মী থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ।
জেলার বিভিন্ন উপজেলা স্ব স্ব উদ্যোগে নিয়োজিত ৩২জন তরুণদের নিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে, যার মূল উদ্দেশ্য তরুণদের দক্ষতা উন্নয়ন, সুযোগ সৃষ্টি এবং নিজস্ব কর্মসংস্থানের পথ তৈরি করা। “কর্মই জীবন” এই মূলনীতিকে ধারণ করে যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে সীড ফাইন্যান্সিং শাখার উপপরিচালক ইকবাল বিন মতিন।
যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক (অঃদাঃ) আব্দুর রশীদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (পি.আর.এল) ওবায়েদুল ইসলাম।
এসময় পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রযুক্তি-নির্ভর বর্তমান যুগে তরুণদের দক্ষতা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মকর্মী থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজন বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, হাতে-কলমে দক্ষতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবরা শুধু আত্মনির্ভরশীলই হবে না, বরং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পটুয়াখালী জেলার আগ্রহী তরুণ-তরুণীদের অংশগ্রহণে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন, ব্যবসায় পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্যোক্তা তৈরি এবং সীড ফান্ডিং–সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা অনুযায়ী উদ্যোগ গ্রহণে সক্ষম হবে বলে আয়োজকরা জানান।
যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালীর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে জানান সংশ্লিষ্টরা।




আপনার মন্তব্য লিখুন