আজ ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের ভেতরে চলমান রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও নিজেদের সার্বিক অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

- বিজ্ঞাপন -
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ইসলামপন্থী দলগুলোর ঐক্য, একবক্স নীতির অগ্রগতি, আসন সমঝোতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একবক্স নীতির ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। তিনি স্বীকার করেন, চলমান আলোচনা প্রক্রিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। বিষয়টি নিয়ে বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জাতিকে জানানো হবে।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ওই সংবাদ সম্মেলনে জোটভুক্ত বাকি দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করার ঘোষণা দেয়া হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button