আজহারীর মাহফিল ঘিরে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

পটুয়াখালীতে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর আগমনকে ঘিরে জেলায় প্রায় ছয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে। এত বিপুল সংখ্যক মানুষের স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে ১২০০ অস্থায়ী টয়লেট।

- বিজ্ঞাপন -

আয়োজকরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে মূল মাঠের পাশে ৪০০টি প্রসাবখানা ও ২০০টি টয়লেট স্থাপন করা হবে। এ ছাড়া সোনালী ব্যাংক মোড়ে ২০০টি প্রসাবখানা ও ১০০টি টয়লেট এবং ফোর লেন সড়কের বিটাইপ রাস্তার মোড়ে ২০০টি প্রসাবখানা ও ৫০টি টয়লেট স্থাপন করা হবে। সকলের সুবিধার্থে অনুষ্ঠানস্থলের আশপাশে আরও অস্থায়ী এবং ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হবে।

এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত লতিফ স্কুল ও আব্দুল হাই বিদ্যানিকেতনের প্যান্ডেলে অস্থায়ীভাবে প্রায় ৫০টি টয়লেট স্থাপন করা হচ্ছে। এর পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান টয়লেট ব্যবহারের সুযোগও থাকবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button