আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নির্বাচন নিয়ে জিটিও’তে যা বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, দলটির নিবন্ধনও স্থগিত করা হয়নি। তাই যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে। তবে আপাতত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে নিউইয়র্কে অবস্থানকালে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে বসেন তিনি। ড. ইউনুস বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। এমনকি জুলাই গণহত্যা নিয়ে দলটি এখনও অনুশোচনা প্রকাশ করেনি। সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

- বিজ্ঞাপন -

নির্বাচন বিলম্বের যৌক্তিকতা আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন ১৮ মাস সময় লাগছে—এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম হলো স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটানো ও সংস্কার করা। এজন্য সময় প্রয়োজন।

ভারতীয় গণমাধ্যম ও ভুয়া খবর প্রসঙ্গে

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন বিলম্ব নিয়ে প্রকাশিত খবরকে ভুয়া তথ্য আখ্যা দেন ড. ইউনুস। তিনি তীব্র সমালোচনা করে বলেন, “স্পেশালিটি অব ইন্ডিয়া হলো ভুয়া খবর পরিবেশন করা।” পাশাপাশি তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগও প্রত্যাখ্যান করেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ইউনুস অভিযোগ করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য ভারতের পক্ষ থেকে “চক্রান্ত চলছে এবং তারা সবসময়ই আওয়ামী লীগকে সাপোর্ট করে এসেছে।”

- বিজ্ঞাপন -

জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক

এদিকে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. ইউনুস। বৈঠকে তিনি বলেন, আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ।

তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চান না আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা। এই নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং আন্তর্জাতিক কিছু শক্তি এতে মদদ দিচ্ছে।

বৈঠকে নির্বাচন, সংস্কারের অগ্রগতি, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন

জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ সম্মেলনে ৭৫টি দেশ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button