অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারি

পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিএনপি দলীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম এবং একই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ মামুনের সাথে রাজনৈতিক মতবিরোধ চলছিলো। এই জের ধরে আজ দুপুরের দিকে বিএনপি নেতা ইউপি সদস্য মামুনের সমর্থক ও ইউপি সদস্য মনির হোসেনকে চড়থাপ্পড় মারেন আলী আজমের সমর্থকেরা। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে পৌঁছালে আলী আজমের কাছে ওই ঘটনার কৈফয়ত জানতে চায় মামুন। এসময় দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পরলে তাদের কর্মী সমর্থকরা মারামারিতে জড়িয়ে পরেন। এতে প্রায় আধাঘন্টা সড়কে যানচলাচল বন্ধ থাকে। আতঙ্ক ছড়িয়ে পরে উপজেলা চত্বরে।
মারামারির ঘটনায় গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি তবে এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘এটি বড় কোনো ইস্যু নয়। সামান্য কথা-কাটাকাটি হয়েছে শুনেছি। দলীয় ভাবে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।’
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
				 
					 
					



আপনার মন্তব্য লিখুন