অব্যাহতির ক্ষণে মানবিকতার দৃষ্টান্ত: বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ

বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দলীয় সিদ্ধান্তে অব্যাহতি দেওয়ার ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে মানবিকতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

- বিজ্ঞাপন -

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি আবদুল জব্বার মৃধার পাশে থাকার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। বার্তায় ড. মাসুদ গভীর শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসার ভাষায় বলেন—

“মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার অন্তরে প্রশান্তি দান করুন। আল্লাহ তাঁর দয়া, অনুগ্রহ ও নিরাপত্তার চাদরে আপনাকে এবং আপনার পরিবারকে আবৃত করে রাখুন।”

ড. মাসুদ তার বার্তায় আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও যোগ্যতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সবসময় বাউফলবাসীর পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও বাউফলবাসী তার পাশে থেকে তাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ।

তিনি আরও উল্লেখ করেন,
আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও নিষ্ঠা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে নিবেদিত থাকবে—এমন প্রত্যাশাই তিনি করেন।

- বিজ্ঞাপন -

রাজনৈতিক বিভাজনের এই কঠিন সময়ে ড. শফিকুল ইসলাম মাসুদের এই বার্তা শুধু একজন নেতার প্রতি সমর্থন নয়, বরং এটি মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যা বাউফলের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান প্রমাণ করে যে আদর্শ ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতি করলে বিভেদ নয়, বরং মানুষের হৃদয় জয় করা সম্ভব।

উল্লেখ্য, আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত একটি প্যাডে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে অব্যাহতি প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button