For Advertisement
অতিরিক্ত আদ্রতার ধান সংগ্রহকালে খাদ্য গুদামের প্রহরী ও কৃষককে অর্থদণ্ড

২০২৫ মৌসুমে বোরো ধান সংগ্রহকালে সরকারি নির্দেশনা অমান্য করায় সরকারি খাদ্য গুদামের একজন নিরাপত্তা প্রহরী ও তার সহকারী কৃষককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৬ টার দিকে পটুয়াখালীর বাউফলের কালাইয়া সরকারি খাদ্য গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু।
এসময় দায়িত্বরত এলএসডির নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ কুমার দাসকে ১০ হাজার টাকা ও তাকে সহযোগিতা করা মাসুম নামের এক কৃষককে ৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু জানান, প্রান্তিক কৃষকের থেকে বোরো ধান সংগ্রহের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ আদ্রতার চেয়ে অধিক আদ্র ধান সংগ্রহ করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ধানের পরীক্ষা করে সত্যতা পাওয়ায় গুদাম সংশ্লিষ্ট একজন ব্যক্তি ও তাকে সহযোগিতা করা একজন কৃষককে অর্থদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। তারা এমন কাজ ভবিষ্যতে করবে না বলে মুচলেকা দিয়েছেন। ধান ক্রয় সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত আদ্র ধান কৃষকদের ফেরত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ১৫ আদ্রতার ধান ক্রয়ের নির্দেশনা থাকলেও কালাইয়া খাদ্য গুদামের অসাধু কয়েকজন ব্যক্তি গত কয়েকমাস ধরেই পছন্দের কৃষকদের ২১ থেকে ২৩,২৪ আদ্রতার ধান ক্রয় করছিলেন।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: